বিজয় টু ইউনিকোড কনভার্টার

বিজয় ক্লাসিক টেক্সট

ইউনিকোড টেক্সট

বিজয় টু ইউনিকোড কনভার্টার

বাংলা লেখার জন্য এক সময় বিজয় ক্ল্যাসিকের ANSI এনকোডিং বেশ জনপ্রিয় ছিল। তবে বর্তমানে সর্বজনীন ও আধুনিক এনকোডিং হিসেবে ইউনিকোডই স্বীকৃত। ফলে আধুনিক সফটওয়্যারে বাংলা লেখার জন্য ইউনিকোডই একমাত্র উপায়। তাই অনেক সময় বিজয় ক্ল্যাসিক ফরম্যাটের লেখা ইউনিকোডে কনভার্ট করার প্রয়োজন পড়ে। এই টুলটি মূলত সে কাজটিই সহজভাবে করার জন্য তৈরি করা হয়েছে।

তবে যদি কখনো ইউনিকোড লেখা কোনো পুরনো ডিভাইসে ব্যবহারের প্রয়োজন হয়, অথবা অন্য কোনো কারণে ইউনিকোড লেখা বিজয় ক্ল্যাসিকে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রেও এই টুলের সাহায্যে তা করা সম্ভব।

ব্যবহারবিধি

  • ইউনিকোড ও বিজয় ক্ল্যাসিকের জন্য আলাদা দুটি টেক্সট বক্স রয়েছে। আপনার লেখাটি যে ফরম্যাটে আছে, সেটি নির্দিষ্ট বক্সে পেস্ট করলেই অন্য বক্সে অটোমেটিকভাবে কনভার্ট হয়ে যাবে।
  • সহজ ব্যবহারের জন্য প্রতিটি বক্সে তিনটি বাটন রয়েছে: কপি, পেস্ট ও ক্লিয়ার। এগুলোর মাধ্যমে নির্দিষ্ট বক্সে লেখা সহজেই কপি, পেস্ট বা ক্লিয়ার করতে পারবেন।

বিঃদ্রঃ
এই টুলটির মাধ্যমে শুধুমাত্র বিজয় ক্ল্যাসিক <-> ইউনিকোড কনভার্ট করা যাবে। বিজয়ের অন্য কোনো ফরম্যাট বা অন্য কোনো সফটওয়্যারের ANSI এনকোডিং এই টুলে সাপোর্ট করবে না।